মোঃ সারোয়ার হোসেন অপু (নওগাঁ) বদলগাছি প্রতিনীধি-
জানা যায় নওগাঁর বদলগাছিতে মাছ বাজার দান কল্যাণ সমিতির উদ্যোগে বদলগাছি সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে ২০ মার্চ ২০২২ ইং তারিখে ৩য় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ (বদলগাছি – মহাদেবপুর) আসনের সাংসদ জনাব, ছলিম উদ্দিন তরফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আবু খালেদ বুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বদলগাছি ইউপির সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম মন্ডল, বদলগাছি ইউপির বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহঃসভাপতি জনাব,এস.এম মনিরুল ইসলাম সাজু, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এসএম জামিলুর রহমান জামিল, বদলগাছি সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব, আবুল কালাম মুহাম্মদ আজাদ, সিনিয়র শিক্ষক জনাব মোঃ ছানোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বদলগাছি কারিগরি ও বাণিজ্যিক কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এসএম জিনাত রশিদ আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীরমুক্তুযোদ্ধা ও বি.আর.ডি.পি বদলগাছি এর প্রাক্তন সভাপতি জনাব জবির উদ্দিন এফ.এফ।মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেম বিশিষ্ট ইসলামি চিন্তা বিদ আব্দুল্লাহ আল আমীন ঢাকা। মহাফিলে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার শ্রোতা অংশ নিয়ে মহাফিল শ্রবণ করেন।