মাগুরা হতে চাঞ্চল্যকর ধর্ষণসহ হত্যা মামলার ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
https://www.youtube.com/watch?v=7L_X-ulvX6g
গত ১৭ মার্চ ২০২২ তারিখ বিকাল ১৫.০০ ঘটিকার সময় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় নদীর চরে রসুনের ক্ষেত দেখতে গিয়ে ১২ বছরের কিশোরী নিখোঁজ হয়। পরবর্তীতে ১৮ মার্চ ২০২২ তারিখ ১১.০০ ঘটিকার সময় ভিকটিমের মরদেহ তাদের বাড়ি থেকে একটু দূরে গলাকাটা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। এ ঘটনার বিষয়ে ভিকটিম এর বাবা বাদী হয়ে মাগুরা জেলার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই উক্ত এলাকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ ভিকটিম এর মৃত্যুর কারন উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ ২০২২ তারিখ ২০.৩০ ঘটিকার সময় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উক্তস্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান শেখ(২৩), পিতা-মোঃ ফজলু শেখ, মাতা-হাসিনা শেখ, সাং-হাট শ্রীকোল, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে ভিকটিমকে নদীর চরে রসুনের ক্ষেতে একা পেয়ে প্রথমে ধর্ষণ করে ও পরবর্তীতে ঘটনাটি চাপা দেওয়ার জন্য গলাটিপে মেরে ফেলে এবং মৃত্য নিশ্চিত করার জন্য ধারালো বেøড দ্বারা ভিকটিমের গলা কেটে ফেলে।
ধৃত আসামীকে মাগুরা জেলার শ্রীপুর থানায় মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।