মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ মার্চ রবিবার প্রশাসনের উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় শফিউল আলম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ মার্চ রবিবার সীমান্তবর্তী এলাকা উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের মধ্য পাড়া থেকে শফিউল আলম (২৫) নামে এক মাদক কারবারিকে ৪ কে.জি. গাঁজা ও ৮টি কোডেইন জাতীয় স্ক্র্যাপ বোতলসহ আটক করা হয়। আটক শফিউলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।