সাইদুল ইসলাম, রংপুর প্রতিনিধি :
বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে কোন মানুষ কষ্টে থাকবে না। আর্ন্তজাতিক বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিন্ম আয়ের মানুষের নিকট টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে প্রয়োজনীয় পণ্য দেয়ার ব্যবস্থা নিয়েছে। আজ রবিবার রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে টিসিবির পন্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
জেলা প্রশাসক মো: আসিফ আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের কোন মানুষ যেন কষ্টে না থাকে। তার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, রমজান মাস আসলে কিছু মানুষ প্রয়োজনের তুলানায় বেশি জিনিস কিনে রাখেন। এতে করে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। দেশে কোন পণ্যের ঘাটতি নাই তাই প্রয়োজনের তুলনায় বেশি পণ্য না কেনার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সহসভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, আরমান, সাংবাদিক সারোওয়ার আলম মুকুল, মোস্তাক আহমেদ, মনিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিটুল, সাইদুল ইসলাম, জহির রায়হান, নিতাই রায়, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, আহসান হাবীব তুষার, জসিম সরকার প্রমুখ। এরপর তিনি আর কে রোড সংলগ্ন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী একে এম জাহাঙ্গীর হাসান সুমনের টিভিএস মোটর সাইকেল শোরুমের উদ্বোধন করেন।