ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ডে করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ মার্চ) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাংগাটিপাড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ ফারুক ইসলাম (৩৮) কে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ১ বছর ২ মাস কারাদণ্ড ও ২ হাজার ৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং মাওহা ইউনিয়নের খলতবাড়ি এলাকার মৃত শাহজাহানের ছেলে মোঃ কামাল ফকির (৩৯) কে একই অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও সরঞ্জমাদী উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ‘খ’ সার্কেল।