সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
আজ রবিবার সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূলে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। সারা দেশের ন্যয় রাজশাহী তানোরেও টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূলে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। সারা দেশের ন্যয় রাজশাহী তানোরেও টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ মার্চ রবিবার তানোর পৌরসভার তালন্দ বাজার ও তানোর বাজাররে শুভ উদ্বোধনের সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামসহ পৌর ওয়ার্ড কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রথম দফায় তানোরে টিসিবি পণ্য বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত মাঝ খানে বন্ধ থাকবে ২৫ ও ২৬ মার্চ। প্রথম দফায় টিসিবির কার্ডে মিলছে ২ লিটার চোয়াবিন তৈল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল। তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার মোট ১৮ হাজার ৭শ’ ৩১ জন টিসিবির কার্ডের মাধ্যমে এ সুবিধা পাবেন।