নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।
নবীগঞ্জ উপজেলার জাইকা প্রকল্পের শেখরাই খাল পানি নিস্কাশন সমবায় সমিতি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা ও উপজেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ। দিয়েছেন এলাকাবাসী। তবে এখনও কোনো প্রতিকার মেলেনি।
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে শেখরাই খাল নদীশাসন এলাকায় জাপানের প্রকল্প সংস্থা জাইকা কাজ করার জন্য স্থানীয় চেয়ারম্যান মো: ছালিক মিয়াকে দায়িত্ব দেন। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু চেয়ারম্যান নদী পাড়ের কাউকে না জানিয়ে গুপনে নিজের ইচ্ছা মত তার আত্মীয়স্বজন আপন জন ও পরিষদ এর সদস্য খালেদ হাসান দুলনকে সভাপতি করে একটি কমিটি গঠন করেন। নবীগঞ্জ সমবায় অফিসে দাখিল হয়। উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নদীপাড়ের বাসিন্দা হোসেনপুর , মৌজপুর , শ্রীধরপুর , দূর্গাপুর , আহমদপুর , কুমারখাদা , মশিপপুর , পুরাদিয়া , কামারগাঁও , স্বস্তিপুর গ্রামের লোকজন, হবিগঞ্জ জেলা সমবায় অফিস ও নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ওই কমিটি দিয়ে জাইকার প্রকল্প বাস্তবায়ন করা হলে ব্যাপক অনিয়মের আশঙ্কা রয়েছে।
এ কমিটিতে জামায়াত- শিবির, বিএনপির নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, সমিতি অনিয়মের অভিযোগ জেলা সমবায় অফিসে দেওয়া হয়েছে এর অনুলিপি আমাদের অফিসেও দেওয়া হয়েছে। তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।