নোয়াখালী প্রতিনিধি
মাদ্রাসার শ্রেণী কক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের তয় তলায় একটি শ্রেণী কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অইচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বর্তমান মেয়াদে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছর ক্ষমতায়। বর্তমানে দুই মেয়াদে (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ হওয়ার পরও উপজেলায় দলীয় কোনো কার্যালয় নেই। এতে তৃণমূলের দলীয় নেতাকর্মীরা ক্ষুদ্ধ আবার হতাশও।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশনা অনুয়ায়ী আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সম্মেলন করার লক্ষ্যে আজ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু জানান, উপজেলায় দলীয় কার্যালয় করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। তবে বিয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।