আমতলী প্রতিনিধিঃ
উপজেলা ছাত্রলীগ নেতা ও আমতলী উপজেলা ছাত্রলীগের মেধাবী শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রী মহল।
আমতলী উপজেলা ছাত্রলীগ নেতা ইসফাক আহাম্মেদ এর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে চালাচ্ছেন তারা এমন অভিযোগ ত্বোহার তিনি বলেন আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা আমার নামে মিথ্যা আভিযোগ রটাচ্ছেন
আমি মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায়। পায়ের রগ কেটে যাওয়ায় আমার হাটা চলা ও বন্ধ যেখানে আমি হাটতেই পারি নাহ সেখনে একটা মানুষ কে কিভাবে মারবো।
তিনি আরো বলেন থানায় যে অভিযোগ করেছেন নবাব নামের এই ছেলেকে ব্যবহার করে আমতলীর এক প্রভাবশালি নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছেন।
ত্বোহা আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে গিয়ে আমার নামে একাধিক মামলা হয়েছে সে বিষয় আমি অস্বীকার করি নাহ, আর এ মামলাগুলতে উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এর একাধিক নেতা-কর্মি আসামি রয়েছেন।
ত্বোহা আরো বলেন আমার নামে যে অভিযোগ আনা হয়ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি আইনকে শ্রদ্বা করি আইন সবার উর্ধে আমি সাংবাদিকদের মাধ্যোমে জানাতে চাই যে কুচক্রি মহলকে আইনের আওতায় এনে আমাকে মানহানি করায় যে শাস্তি পায় তা দেওয়া হোক এই আশা করছি।