এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় স্বপ্নচূড়া সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ মার্চ সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বপ্নচূড়া সংঘ আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দিনভর ফ্রি ডায়াবেটিস পরিক্ষা, ব্লাড প্রেশার পরিমাপ সহ অন্যান্য রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
স্বপ্নচূড়া সংঘ আয়োজিত ও টিম ফার্মাসিউটিক্যাল এর সহযোগিতায় এ ক্যাম্পে সুচিকিৎসা প্রদান করেন, ডাঃ দেবী প্রসাদ দাশ নয়ন, এমবিবিএস (আর.ইউ) পিজিটি (মেডিসিন), সি.এম.ইউ(আল্ট্রা) সি.সি.ডি(বারডেম), ডাঃ অমরেশ হালদার, ডিএমএফ(ঢাকা) উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবহাটা, সাতক্ষীরা, ডাঃ সাকিব হাসান, এমবিবিএস(আরএমসি),বিসিএস(স্বাস্থ্য) জেনারেল ফিজিশিয়ান, মেডিকেল অফিসার, উপজেলা মেডিকেল অফিসার, দেবহাটা, সাতক্ষীরা।
এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, স্বপ্নচূড়া সংঘের আফজাল হোসেন, ডাঃ সাইফুল ইসলাম, আসাফুজ্জামান জ্যোতি, শামীম, রিপন, সোহান, আছাদ, রিতুল, প্লাবন, শিক্ষক সিরাজুল ইসলাম, অমিত, মনিরুল, টিম ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ। রোগীরা স্বপ্নচূড়া সংঘের এ ধরনের কার্যক্রমকে ধন্যবাদ জানান এ সংঘের সফলতা কামনা করেন।