সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে ৭দিন ব্যাপী স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ছাতকস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এমপি মুহিবুর রহমান মানিক।
এর আগে ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে পুস্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
সকালে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর মুর্যাল উদ্ভোধন ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন সাংসদ মানিক।