প্রেস বিজ্ঞপ্তি
গোপালগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি মো: নাসিম মোড়ল (৫৩)’কে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী এর পাশাপাশি মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সদর এলাকার মাদক সিন্ডিকেট চক্রের প্রধান ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি মোঃ নাসিম মোড়ল (৫৩), পিতা-কাওসার আলী, সাং-চাঁদপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা’কে ২৪/০১/২০২৪ তারিখ গভীর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ধৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সর্বশেষ মামলায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ০৬ মাস জেল হাজতে বাস করে পরে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। জামিনের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় করে নিজেকে আত্মগোপনে রেখে স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ আরিফুর রহমান, পিপিএম
সিনিয়র সহকারী পরিচালক
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক