মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রামগঞ্জ আধুনিক হাসপাতালের উদ্যেগে দিনব্যপি অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। ৫৭ প্রকারের দেশীয় পিঠা উৎসব দেখতে ও কেনাকাটা করতে ভিড় করেন স্থানীয় শতাধিক মানুষ। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব। পিঠা উৎসবে বাহারি রকমের পিঠা বানিয়ে সেরা নির্বাচিত হন খানদানি পিঠার নাদিয়া আক্তার ও সেরা স্টল নির্বাচিত হয় স্বাদ বিচিত্রা পিঠা কর্ণার। সকাল ৯টায় রামগঞ্জ আধুনিক হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসব উদ্বোধন করেন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুণময় পোদ্দার। অনুষ্ঠানের সভাপতি ও আধুনিক হসপিটালের ভাইস চেয়ারম্যান মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শামছুল করীম, চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার মোশতাক, লক্ষ্মীপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামী, লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এসোসিয়শনের সহ-সভাপতি নুরুল হুদা, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, আধুনিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান, পরিচালক কর্মকর্তা মাহাবুবুর রহমান, মার্কেটিং পরিচালক ইয়াকুব হোসেন ও ব্যবসায়ী এনায়েত হোসেন প্রমূখ।