স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের দয়রামপুর কাদিরাবাদ সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনের প্রথম পহরে ইঞ্জিনিয়ারিং সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান এনডিসি, পিএসসি আনুষ্ঠানিকভাবে ওয়াটার গার্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। একই সাথে এই মহানায়কের জীবনের গৌরবময় অধ্যায়ের উপর ভিডিও এবং স্থির চিত্র প্রদর্শন করা হয় তাৎপর্যমন্ডিত এই দিনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানাউল্লাহ, পিএসসি এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিয়ার ও কর্পোরাল জাকির বক্তব্য রাখেন। আলোচনা শেষে কমান্ড্যান্ট ইসিএসএমই সমাপনী বক্তব্য প্রদান করেন। এছাড়াও সকল সদস্যের জন্য প্রীতিভোজ, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য যে জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে কাদিরাবাদ সেনানিবাসে এ অবস্থিত চিলড্রেন ক্লাব ও সেপকস্ কলকণ্ঠ ক্লাবে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে কাদিরাবাদ স্টেশনের স্টেশন কমান্ডার ও কমান্ড্যান্ট ইসিএসএমই সহ সকল সামরিক এবং অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।