ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ভালুকা উপজেলা ছাত্রলীগের কমিটিতে মো. ইফতেখার আহমেদকে সভাপতি ও মো. অনিক তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আফসানুল ইসলাম খান রাফিকে।
এছাড়া সহ-সভাপতি করা হয়েছে আল ইমরান সরকার ও আসাদুজ্জামান আসাদকে এবং যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে মেহেদী হাসান ফকির (রাজিব) ও রাকিবুল হাসান সানমুনকে।
বিজ্ঞপ্তিতে আগামী পনের দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়েছে।