রিয়াজ আহমেদ হান্নানঃ উল্লাপাড়ার সলপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।
আজ ১৭ মার্চ সলপ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নানা আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য হকদাদ খান পনির, আকিদ লোহানী, সলপ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শরিফুল ইসলাম লিটন, যুবলীগ সাধারণ সম্পাদক হাবিবুল বাশার, ইয়াছিন আলী প্রামাণিক সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা। দিনব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।