ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ধানকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসির নগর সদর উপজেলার সমুজ শাহর ছেলে আলী শাহ (৬৩) এবং আলীর ছেলে করিম শাহ (৫৫)।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ধানকুড়া গ্রাম থেকে বিশ্ব রোডের দিকে যাওয়া ট্রাক্টর নাসিরনগরের দিকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলী শাহ নিহত হন।
তিনি আরও বলেন, গুরুতর আহতাবস্থায় চার জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় করিম শাহ মারা যান।