বিপ্লব ইসলামঃ লংগদু উপজেলা প্রতিনিধি।
রাঙামাটির লংগদু উপজেলার সাথে দেশের দূরপাল্লার যাত্রীবাহি ও পণ্যবাহী যানচলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ১৫ মার্চ বিকাল ৫ টায় দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর ঘাট এলাকায়, ঢাকা-গামী যাত্রীবাহী একটি শান্তি পরিবহনের যাত্রী নামিয়ে আগুন ধড়িয়ে দেয় দূবৃত্তরা। এসময় শান্তিপরিবহনটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সব ধরনের গাড়ীর চালকরা আতঙ্কে সকাল থেকে লংগদু উপজেলার সাথে দেশের অন্যান্য জেলার সাথে দূরপাল্লার সব ধরনের পণ্যবাহী এবং যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ রেখেছে।
লংগদু উপজেলার সাথে খাগড়াছড়ির স্থল পথের যোগাযোগ ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লংগদু উপজেলা হতে স্থল পথে দূর পাল্লায় চলাচলের একমাত্র যাতায়াত ব্যাবস্থা খাগড়াছড়ি সড়ক। দিঘিনালা উপজেলার বাবুছড়া সড়ক পথ হয়েই যেতে হয় অন্য কোথাও কিন্তু গতকাল থেকে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে খাগড়াছড়ি সড়ক পথে।
এদিকে লংগদুর সাথে খাগড়াছড়ি সড়কপথ হওয়ায় লংগদুতে দেখা মিলেনি খাঘড়াছড়ি হতে আসা যাওয়ার স্থানীয় মাহিন্দ্র, সিএনজি, চাঁদের গাড়ি সহ যাত্রী এবং পণ্য বাহি অন্য কোনো গাড়ি।
লংগদু উপজেলার স্থানীয় মাহিন্দ্র মালিক সমিতির এক চালাক জানান, বাবুছড়া থেকে ঢাকা-গামী একটি যাত্রীবাহি শান্তি গাড়িতে আগুন দিয়ে পুড়ে দেয় দূবৃত্তরা। এতে আমাদের গাড়ির চালকরা নিরাপত্তাহীনতা মনে করে গাড়ি চালাচ্ছে না।