বাংলাদেশ ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সন্ধ্যার মধ্যে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের রাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের পুলিশ-বিজিবির ধাওয়া মেহেন্দিগঞ্জে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। মুন্সীগঞ্জে গায়েবানা জানাযা থেকে ঈমাম ও বিএনপি নেতাকে ধরে নিয়ে গেলো পুলিশ কোটা আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য বিদেশের পাঠানো টাকা চাইতে গিয়ে বিপাকে প্রবাসী স্বামী রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত চট্রগ্রামের কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় মানুষের ঢল পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লা: জনদুর্ভোগ মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, আহত ৫ হরিপুরে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে কর্মী মিটিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুরে উদীচী কার্য়ালয়ে হামলা ও ভাংচুর স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

ইট সলিং রাস্তা নির্মানের ছয় মাস না যেতেই বেহাল দশা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১৬২৭ বার পড়া হয়েছে

ইট সলিং রাস্তা নির্মানের ছয় মাস না যেতেই বেহাল দশা

ফাহাদ মোল্লা, প্রতিনিধিঃ  
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বার্ষিক উন্নয়ন কর্মসূচী আওতায়। রুদ্রপাড়ার রাস্তার বেহাল দশা জনগন ও জানচলাচ‌লের চরম ভোগান্তি রাস্তা এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
 শ্রীনগর উপজেলাধীন বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রুদ্রপাড়া পাকা রাস্তার মাথা হতে মানিক বাড়ী ( মনীব বাড়ী) পর্যন্ত মাটির রাস্তায় ইট সলিং করা হয় ২০২২-২০২৩ অর্থ বছরে। নির্মী‌ত রাস্তা‌টির বেহাল দশা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোশারফ শেখের বাড়ীর পূর্ব পাশে থেকে শুরু করে মুনীব বাড়ী পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার ইট সরে গেছে। রাস্তার কিছু অংশ ডেবে গেছে ইট গুলো সরে ক্ষতের সৃষ্টি হয়েছে এছাড়া রাস্তাটি প্রায় ১কিলোমিটার পর্যন্ত  যাতায়াতের রাস্তায় ভাঙা চোরা সৃষ্টি হওয়ায়  এলাকাবাসী সহ পথ চারীদের যাওয়ার পথে প্রতিদিন ভোগান্তিতে পড়ে হয়।
মৌসুমী বৃষ্টির কারনে রাস্তার ইটের নিচের বালু সরে যাওয়ায় এবং সাইড গাঁথুনি মজবুত না হওয়ায়  রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। রাস্তায় গর্ত  সৃষ্টি হলে হেঁটে চলা ও দুষ্কর হয়ে পরে। স্থানীয় লোকজন আরো বলেন, রাস্তাটি বালু ও মাটি সরে যাওয়ার কারণে নিয়মিত স্কুলে ও  শিক্ষার্থী সহ সাধারন জনগণের যাতায়াত  কষ্টদায়ক হয়ে পড়ে।  এ রাস্তায় দিয়ে আসা-যাওয়া বিপদ হয়ে যায়।
রাস্তা‌টি পাকা হ‌বে তো দূ‌রে থাক ঠিকমত রো‌ডে মাটি ও ইট খু‌জে পাওয়া যা‌চ্ছেনা। পু‌রো রাস্তা ভে‌ঙ্গে চু‌রে একাকার, কোথাও রাস্তা দে‌বে গি‌য়ে মা‌টির নি‌চে, জায়গায় জায়গায় বড় গর্ত সৃ‌ষ্টি হ‌য়ে  থাকায় লোকজন চলাচল ক‌র‌তে পার‌ছে না।
বা‌ড়ি-ঘর নির্মাণ থে‌কে শুরু ক‌রে পন‌্য সামগ্রী বা কৃ‌ষি পণ‌্য সরবরাহ ও রোগী নি‌তে বেগ পে‌তে হ‌চ্ছে স্হানীয় লোকজন‌কে। বছ‌রের পর বছর চল‌ছে এ দূরাবস্থা।‌ সড়কটি মৃত্যুর ফাদ হ‌য়ে দেখা দি‌চ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে না ইজি বাইক,রিক্সা, মটর সাইকেল চলাচল করেন।
একাধিক মানুষের কথার মতে ৫/৬ মাস আগে কাজটি শেষ করা হয়। আমরা রাস্তা নি‌য়ে ভোগা‌ন্তি‌তে আ‌ছি। অসুস্থ্য লোক কে গা‌ড়ি যো‌গে নি‌তেও সমস‌্যায় পর‌তে হয়। বাধ‌্য হ‌য়ে এসব রাস্তায় প‌রিবহন যো‌গে যাতায়াত কর‌তে গি‌য়ে দূর্ঘটনায় পর‌তে হ‌চ্ছে। রাস্তা‌টি শিশু, নারী, বৃদ্ধ‌দের চলাচ‌লের সম্পূর্ণ অনু‌প‌যোগী। এতদ্রুত রাস্তাটি এভাবে ভেঙ্গে যাবে  আমরা কখনো ভাবতে পারি নাই।
এ বিষয়ে ইউপির সদস্য আক্কাছ বেপারী কাছে জানতে চাইলে তিনি জানান, এই  সম্পক্য আমি কিছুই জানি রাস্তাটি করার সময় আমাকে কেউ বলে নাই তিনি আরো জানান আমার জানা মতে রাস্তার দুই পাশে মাটি না থাকার কারনে রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

ইট সলিং রাস্তা নির্মানের ছয় মাস না যেতেই বেহাল দশা

আপডেট সময় ০৮:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
ফাহাদ মোল্লা, প্রতিনিধিঃ  
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বার্ষিক উন্নয়ন কর্মসূচী আওতায়। রুদ্রপাড়ার রাস্তার বেহাল দশা জনগন ও জানচলাচ‌লের চরম ভোগান্তি রাস্তা এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
 শ্রীনগর উপজেলাধীন বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রুদ্রপাড়া পাকা রাস্তার মাথা হতে মানিক বাড়ী ( মনীব বাড়ী) পর্যন্ত মাটির রাস্তায় ইট সলিং করা হয় ২০২২-২০২৩ অর্থ বছরে। নির্মী‌ত রাস্তা‌টির বেহাল দশা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোশারফ শেখের বাড়ীর পূর্ব পাশে থেকে শুরু করে মুনীব বাড়ী পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার ইট সরে গেছে। রাস্তার কিছু অংশ ডেবে গেছে ইট গুলো সরে ক্ষতের সৃষ্টি হয়েছে এছাড়া রাস্তাটি প্রায় ১কিলোমিটার পর্যন্ত  যাতায়াতের রাস্তায় ভাঙা চোরা সৃষ্টি হওয়ায়  এলাকাবাসী সহ পথ চারীদের যাওয়ার পথে প্রতিদিন ভোগান্তিতে পড়ে হয়।
মৌসুমী বৃষ্টির কারনে রাস্তার ইটের নিচের বালু সরে যাওয়ায় এবং সাইড গাঁথুনি মজবুত না হওয়ায়  রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। রাস্তায় গর্ত  সৃষ্টি হলে হেঁটে চলা ও দুষ্কর হয়ে পরে। স্থানীয় লোকজন আরো বলেন, রাস্তাটি বালু ও মাটি সরে যাওয়ার কারণে নিয়মিত স্কুলে ও  শিক্ষার্থী সহ সাধারন জনগণের যাতায়াত  কষ্টদায়ক হয়ে পড়ে।  এ রাস্তায় দিয়ে আসা-যাওয়া বিপদ হয়ে যায়।
রাস্তা‌টি পাকা হ‌বে তো দূ‌রে থাক ঠিকমত রো‌ডে মাটি ও ইট খু‌জে পাওয়া যা‌চ্ছেনা। পু‌রো রাস্তা ভে‌ঙ্গে চু‌রে একাকার, কোথাও রাস্তা দে‌বে গি‌য়ে মা‌টির নি‌চে, জায়গায় জায়গায় বড় গর্ত সৃ‌ষ্টি হ‌য়ে  থাকায় লোকজন চলাচল ক‌র‌তে পার‌ছে না।
বা‌ড়ি-ঘর নির্মাণ থে‌কে শুরু ক‌রে পন‌্য সামগ্রী বা কৃ‌ষি পণ‌্য সরবরাহ ও রোগী নি‌তে বেগ পে‌তে হ‌চ্ছে স্হানীয় লোকজন‌কে। বছ‌রের পর বছর চল‌ছে এ দূরাবস্থা।‌ সড়কটি মৃত্যুর ফাদ হ‌য়ে দেখা দি‌চ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে না ইজি বাইক,রিক্সা, মটর সাইকেল চলাচল করেন।
একাধিক মানুষের কথার মতে ৫/৬ মাস আগে কাজটি শেষ করা হয়। আমরা রাস্তা নি‌য়ে ভোগা‌ন্তি‌তে আ‌ছি। অসুস্থ্য লোক কে গা‌ড়ি যো‌গে নি‌তেও সমস‌্যায় পর‌তে হয়। বাধ‌্য হ‌য়ে এসব রাস্তায় প‌রিবহন যো‌গে যাতায়াত কর‌তে গি‌য়ে দূর্ঘটনায় পর‌তে হ‌চ্ছে। রাস্তা‌টি শিশু, নারী, বৃদ্ধ‌দের চলাচ‌লের সম্পূর্ণ অনু‌প‌যোগী। এতদ্রুত রাস্তাটি এভাবে ভেঙ্গে যাবে  আমরা কখনো ভাবতে পারি নাই।
এ বিষয়ে ইউপির সদস্য আক্কাছ বেপারী কাছে জানতে চাইলে তিনি জানান, এই  সম্পক্য আমি কিছুই জানি রাস্তাটি করার সময় আমাকে কেউ বলে নাই তিনি আরো জানান আমার জানা মতে রাস্তার দুই পাশে মাটি না থাকার কারনে রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।