ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
ফরিদগঞ্জ ভিজিডির কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ, সংর্ঘষে ইউপি সদস্যসহ আহত ৩ দুর্গাপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ ,অতিরিক্ত পুলিশ মোতায়েন কেউ মনে রাখেনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ‘গহের কাকু’র পরিবারের কথা নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল সৈনিক: এমপি শাওন পীরগঞ্জে সুবিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা পটুয়াখালী পাইকারী বাজারে গরুর দুধের অস্বাভাবিক দরপতন; খামারিদের মাথায় হাত। রাজশাহীর দুর্গাপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার এইচ এম খায়রুল বাসারের ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের ০৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০ তালতলীতে পাউবোর জমি জবরদখল, ইউএনওর কাছে লিখিত অভিযোগ বুধবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব সেহরি খেতে উঠে ছেলের ঝুলন্ত লাশ দেখল মা গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজনের মৃত্যু রাজাপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সেরা পুষ্টিগুণে ভরপুর কচুশাক

সেরা পুষ্টিগুণে ভরপুর কচুশাক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের গ্রামে গঞ্জে পরম যত্নে কিম্বা বেওয়ারিশ হিসেবে আবাদি ভূমি অথবা অবাঞ্ছিত ঝোপঝাড় পতিত জমি,রাস্তার ধারে,জলাশয়ের কিনারায় অথবা ক্ষেতের আইলে সহজেই পাওয়া যায় কচুশাক।আয়রন সমৃদ্ধ খাবারের কথা বলতে গেলে প্রথমেই আসে কচুশাকের কথা। কচুশাকে রয়েছে অনেক পুষ্টিগুণ।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কচুশাকের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ ছাঈদা লিয়াকত। তিনি বলেন, কারও যদি হিমোগ্লোবিনের সমস্যা হয়ে থাকে, তাঁকে কচুশাকের কথা বলা হয়ে থাকে। কচুশাকে আয়রন রয়েছে, যা আমাদের রক্তে অক্সিজেন পরিবহণে সহায়তা করে। শরীরে যদি হিমোগ্লোবিনের অভাব হয়, তখন নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কাজেই এ সময় যদি কচুশাক খাওয়া হয়, তাহলে আয়রনের ঘাটতি পূরণ হয়।
পুষ্টিবিদ ছাঈদা লিয়াকত বলেন, কালো কচুশাক ও কচুশাকের ডগায় আয়রন পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এতে ভিটামিন সি রয়েছে। এর ফলে আমরা যখন আয়রন গ্রহণ করছি, এতে ভিটামিন সি থাকায় আমাদের শরীরে ভালোভাবে কাজে লাগছে। কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ফ্ল্যাবোনয়েড নামক বিভিন্ন রকমের উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে এবং আমাদের হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে। কচুশাকে ফ্ল্যাবোনয়েড থাকায় এবং বিভিন্ন রকম ভিটামিন-মিনারেল থাকায় হৃদরোগ থেকে আমাদের রক্ষা করে।
এ পুষ্টিবিদ বলেন, তবে অনেকের বিভিন্ন রকম সমস্যার কারণে কচুশাক খেলে গলা ধরার ভাব থাকে, তবে এ জিনিসটি খেয়াল রাখতে হবে, কচুশাক বা যে কোনও শাক যখন রান্না করবেন, তখন একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে যখন আপনি রান্না করবেন, তখন, এতে যেহেতু ভিটামিন এ থাকে, সামান্য পরিমাণ তেল দিতে হবে; কারণ, ভিটামিন এ না হলে কাজে লাগবে না। আপনি যখন কচুশাক খাবেন, সেটা বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। বাচ্চাদেরও কচুশাক খেতে অভ্যস্ত করবেন।
এতে তাদের শরীর যেমন ভালো থাকবে, তাদের ভেতরে রোগ প্রতিরোধ শক্তিও তৈরি করবে। ছোটবেলা থেকে কচুশাক খেলে হিমোগ্লোবিনের অভাবে ভুগবে না। বিশেষ করে কিশোরী যারা রয়েছে, তাদের আয়রন যুক্ত খাবারের মধ্যে যদি কচুশাক যুক্ত করা হয়, যারা আয়রনের সমস্যায় ভুগে থাকে, তাদের এ সমস্যাগুলো হবে না। কাজেই কচুশাক খেলে শরীর যেমন ভালো থাকবে, আপনারা কর্মক্ষম হবেন এবং বিভিন্ন রোগ থেকেও মুক্ত থাকবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জ ভিজিডির কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ, সংর্ঘষে ইউপি সদস্যসহ আহত ৩

সেরা পুষ্টিগুণে ভরপুর কচুশাক

আপডেট সময় ০৫:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের গ্রামে গঞ্জে পরম যত্নে কিম্বা বেওয়ারিশ হিসেবে আবাদি ভূমি অথবা অবাঞ্ছিত ঝোপঝাড় পতিত জমি,রাস্তার ধারে,জলাশয়ের কিনারায় অথবা ক্ষেতের আইলে সহজেই পাওয়া যায় কচুশাক।আয়রন সমৃদ্ধ খাবারের কথা বলতে গেলে প্রথমেই আসে কচুশাকের কথা। কচুশাকে রয়েছে অনেক পুষ্টিগুণ।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কচুশাকের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ ছাঈদা লিয়াকত। তিনি বলেন, কারও যদি হিমোগ্লোবিনের সমস্যা হয়ে থাকে, তাঁকে কচুশাকের কথা বলা হয়ে থাকে। কচুশাকে আয়রন রয়েছে, যা আমাদের রক্তে অক্সিজেন পরিবহণে সহায়তা করে। শরীরে যদি হিমোগ্লোবিনের অভাব হয়, তখন নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কাজেই এ সময় যদি কচুশাক খাওয়া হয়, তাহলে আয়রনের ঘাটতি পূরণ হয়।
পুষ্টিবিদ ছাঈদা লিয়াকত বলেন, কালো কচুশাক ও কচুশাকের ডগায় আয়রন পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এতে ভিটামিন সি রয়েছে। এর ফলে আমরা যখন আয়রন গ্রহণ করছি, এতে ভিটামিন সি থাকায় আমাদের শরীরে ভালোভাবে কাজে লাগছে। কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ফ্ল্যাবোনয়েড নামক বিভিন্ন রকমের উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে এবং আমাদের হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে। কচুশাকে ফ্ল্যাবোনয়েড থাকায় এবং বিভিন্ন রকম ভিটামিন-মিনারেল থাকায় হৃদরোগ থেকে আমাদের রক্ষা করে।
এ পুষ্টিবিদ বলেন, তবে অনেকের বিভিন্ন রকম সমস্যার কারণে কচুশাক খেলে গলা ধরার ভাব থাকে, তবে এ জিনিসটি খেয়াল রাখতে হবে, কচুশাক বা যে কোনও শাক যখন রান্না করবেন, তখন একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে যখন আপনি রান্না করবেন, তখন, এতে যেহেতু ভিটামিন এ থাকে, সামান্য পরিমাণ তেল দিতে হবে; কারণ, ভিটামিন এ না হলে কাজে লাগবে না। আপনি যখন কচুশাক খাবেন, সেটা বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। বাচ্চাদেরও কচুশাক খেতে অভ্যস্ত করবেন।
এতে তাদের শরীর যেমন ভালো থাকবে, তাদের ভেতরে রোগ প্রতিরোধ শক্তিও তৈরি করবে। ছোটবেলা থেকে কচুশাক খেলে হিমোগ্লোবিনের অভাবে ভুগবে না। বিশেষ করে কিশোরী যারা রয়েছে, তাদের আয়রন যুক্ত খাবারের মধ্যে যদি কচুশাক যুক্ত করা হয়, যারা আয়রনের সমস্যায় ভুগে থাকে, তাদের এ সমস্যাগুলো হবে না। কাজেই কচুশাক খেলে শরীর যেমন ভালো থাকবে, আপনারা কর্মক্ষম হবেন এবং বিভিন্ন রোগ থেকেও মুক্ত থাকবেন।