আলাউদ্দিন আদম পাবনাঃ গত সোমবার ১৪ মার্চ সুজানগর পৌরসভার টিকাদান কারী কর্মচারী আল আমিন কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে।
বুধবার সকালে সুজানগর পৌরসভা ও এলাকাবাসীর আয়োজনে পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌরসভার সচিব গোলাম নবী, নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার, পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যসোসিয়েশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন, আল আমিনের স্ত্রী মুন্নি খাতুন, মা রহিদা খাতুন, কাউন্সিলর আব্দুল রহিম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শামীম আহমেদ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তরা বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাতে বিভিন্ন জায়গাতে মিটিং করছে তারা। বড় বড় নেতারা তাদের শক্তি সাহস যোগাতে সহযোগিতা করছে। তাদের গড ফাদারের ইন্দনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে আসামিরা।
আল আমিনের মা ও স্ত্রী অবিলম্বে আল আমিন হত্যা সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা সহ চার জন আটক করেছে সুজানগর থানা পুলিশ।