নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ-
জয়পুরহাটের ক্ষেতলালে কলেজ যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মলি আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কলেজের উদ্দেশ্যে ভাবকি মোড়ের সামনে নিশ্চিতা টু ইটাখলা সড়কে এদুর্ঘটনা ঘটে। আহত শিক্ষথী ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ এর (একাদশের) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আহত ওই কলেজ ছাত্রী কলাই উপজেলার উত্তর ভাবকি মাহফুজার রহমানের মেয়ে, মলি প্রতি দিনের ন্যায় মঙ্গলবার সকালেও ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে যাওয়ার পথে ওই কলেজ ছাত্রী।
ব্যাটারি চালিত অটোরিকশার জন্য দাড়িয়ে ছিল এমন সময় অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো ট- ১৮- ৩৪১৯ সেই ঘাতক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই কলেজ ছাত্রী। দ্রুত স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম মালিক জানান, ঘাতক ট্রাকটি কে জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক হেলপার কাউকে পাওয়া যায়নি। তিনি আরও জানান এ বিষয়ে এখন পর্যান্ত কেউ লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।