প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে গাজীপুর জেলার পূবাইল থানাধীন বসুর হাট ও মিরের বাজার এলাকায় ০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৫০,০০০/- টাকা জরিমানা।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু ফেক্টরী ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য, জুস তৈরী করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে।

এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ০৯৩০ ঘটিকা হতে ১৫৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বসুর হাট ও মিরের বাজার এলাকায় আলফা কেমিক্যাল কোম্পানী লিমিটেড, নিউ আদি ধিরেণ বাবু মিষ্টান্ন ভান্ডার, আদি ধিরেণ মিষ্টান্ন ভান্ডার এন্ড রেডি ফুড, বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ এবং বিএসটিআই এর নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত বিএসটি আইন ২০১৮, বিএসটি আইন ২০১৮ এর ১৬ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) ও ৩২(১) ধারা ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রদান করেন। ১) আলফা কেমিক্যাল কোম্পানী লিমিটেড, বসুরহাট, মিরের বাজার, পূবাইল, গাজীপুর,

দোষী ব্যক্তি: আফতাব উদ্দিন মিরের বাজার, গাজীপুর এ/পি-নগরপাড়া, ময়মনসিংহ’কে ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদন্ড ও অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড, ২। আদি ধিরেণ বাবু মিষ্টান্ন ভান্ডার, মিরের বাজার, পূবাইল গাজীপুর, মিরের বাজার, পূবাইল, গাজীপুর, দোষী ব্যক্তি: প্রদীপ সরকার সেন্টু’কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদন্ড ও অনাদায়ে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩। আদি ধিরেণ মিষ্টান্ন ভান্ডার এন্ড রেডি ফুড, পূবাইল, গাজীপুর, দোষী ব্যক্তি: দীপক সরকার নন্টু’কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড ও অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্বাক্ষরিত/- নোমান আহমদ ০২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ। ১৫ মার্চ ২০২২ খ্রিঃ। সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।