প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর ০৩ টি পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ০৯ জন সদস্য গ্রেফতার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী এবং ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর ০৩ টি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর মতিঝিল, শাহবাগ, এবং তেজগাঁও থানা এলাকায় কতিপয় ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত জনসাধারনকে জিম্মি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর অভিযানে।
১ম আভিযানিক দল ১৪/০৩/২০২২ তারিখ ১৫০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে ০১ টি ক্ষুর, ০১ টি চাকু, ০১ টি প্লাস, ০১ টি কাঁচি, ০১ টি এন্টিকাটারসহ ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ ইলিয়াস (৩০), সাং-চাষাড়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, ২। মোঃ আলামিন (১৮), সাং-বেহুরা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ খোকন (২৮), সাং-চরমুটুয়া, থানা-নোয়াখালী সদর (সুধারাম), জেলা-নোয়াখালী, ৪। মোঃ বিল্লাল হোসেন (১৮), সাং-তফেয়া, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা এবং ৫। মোঃ শান্ত (১৮), গুলিস্থান এলাকা, থানা-পল্টন, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২য় আভিযানিক দল ১৪/০৩/২০২২ তারিখ ১৫৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকা হতে ০২ টি চাকুসহ ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ জাহাঙ্গীর ওরফে নশু (২৬), সাং-চৌকায়তলা আকুয়া বোর্ডঘর, থানা-ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ শুকুর আলী (৩৫), সাং-খৈইভাঙ্গা, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুরদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩য় আভিযানিক দল ১৪/০৩/২০২১ তারিখ ২০৩৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন এলাকা হতে ০২ টি চাকুসহ ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত হোসেন (২০), সাং-ধামরাহাট, থানা-উজিরপুর, জেলা-বরিশাল এবং ২। মোঃ হৃদয় শেখ @ আকাশ (২৫), সাং-নতুন ঘাটাবাড়ী, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোট ০৩ টি অভিযানে ০৯ জন ছিনতাইকারী ধৃত হয়। তাদের নিকট হতে ০১ টি ক্ষুর, ০৫ টি চাকু, ০১ টি প্লাস, ০১ টি কাঁচি, ০১ টি এন্টিকাটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত ০৯ জন ছিনতাইকারী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, হাতিরঝিল, যাত্রাবাড়ী এবং তেজগাঁও এলাকাসহ আশপাশ এলাকায় পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের নিকট হতে মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ খায়রুল কবীর
সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক