নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ফেন্সিডিল ও স্কাপ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ী আটক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওসির নেতৃত্বে সার্জেন জহিরুল হকসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনারামপুরের আক্তার মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করছে আশুগঞ্জ পুলিশ। এসময় তিন মাদক ব্যবসায়ী কে আটক করা হলেও অভিযানকালে ব্যবসায়ী স্টার রাসেল পালিয়ে যায়।
তবে পুলিশের বিশেষ সুত্র জানান, ব্যবসায়ী স্টার রাসেল, এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইয়াবা ও মাদক মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছে সে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা চিহ্নত মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।