প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ০১ টি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে কুমিল্লা হতে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ১৪/০৩/২০২২ তারিখ সকাল ০৫৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শরিফ (৩২), সাং-ভেরুনীয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ২। মোঃ সুমন মুন্সি (৩৪), সাং-ভেরুনীয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ আরামিন (২৪), সাং-লুনা, থানা- চান্দিনা, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহ এবং ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির পিছনের ডালায় তিনটি বস্তার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বীণা রানী দাস, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক