মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ০৯ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শ্যামল কুমার দত্ত পিপিএম ইং ১৩/০৩/২০২২ তারিখ সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে টাঙ্গাইল যান। সাক্ষ্য প্রদান শেষে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকার হরিনীহাটি এস আর নিট ফ্যাশন হইতে ০৯ (নয়) টি ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ আবুল কালাম আজাদ নামের এই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্ট ভুক্ত আসামী হলেন- মোঃ আবুল কালাম আজাদ সেলিম তালুকদার (৩৫), পিতাঃ মোঃ চান মিয়া, সাং-ঘোড়াগাছা দক্ষিণপাড়া, থানা- কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ।
মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার পূর্বক থানায় আসিয়া হাজির হন অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএমএবং ওয়ারেন্ট মূলে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।