রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে। সোমরার দুপুরে উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ব্রাক ও এলজিইডি র ব্যাবস্তাপনায় কর্মসূচী পালন করা হয়। দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
আন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, এলজিইডি সাটুরিয়া উপ সহকারি প্রকৌশলী মো,ইকবাল হোসেন, এমএম ইদ্রীস আলী, মো,জসিম উদ্দিন সাইদুর, মো,আমিনুল ইসলাম, ব্রাকের কর্মকর্তা হাসান আলী, ও আসরাফুল বারী। প্রধান অথিতির বক্তব্যে ইউএনও শারমিন আরা সড়কে চলাচলকারী প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আহ্বন জানান, এছাড়া দূর্ঘটনা মোকাবেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরী ৯৯৯ এ কল দেওয়ার পরামর্শ দেন।