নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশবেত কারুপণ্য নির্মাতা, কাঁসা ও পিতল তৈজসপত্র নির্মাতাদের অংশগ্রহণে ০৫ দিনব্যাপি সফটস্কিলস (Softskills) প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
বিকালে ভার্চুয়ালি প্রশিক্ষণের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুগান্তকারী অগ্রগতি সাধন করেছে। গৃহহীনদের গৃহ দেয়া হচ্ছে, ভূমিহীনদের ভূমি সহ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশে স্বাস্থ্য শিক্ষা সহ সকল মৌলিক চাহিদা পূরণে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসিল উদ্দিন খান, সমাজসেবার উপ-পরিচালক মোহাম্মদ আলাল উদ্দিন সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।