মোঃ রায়হান মাহামুদ, স্টাফ রিপোর্টার ঃ
গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সন্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার আলম হোসেনের ছেলে ১৮ বছর বয়সী নাঈম, একই এলাকার আলম মিয়ার ছেলে ২৬ বছরের ফারুক ও হিরণ মিয়ার ছেলে ১৫ বছরের রবিন।
স্থানীয়রা জানায়, নারী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। এ নিয়ে রোববার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে ৭ জনের মতো আহত হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। মনোহরদী হাসপাতালে নেয়ার পর নাঈম ও ফারুক মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রবিন।
তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার ফয়সালকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।