প্রেস বিজ্ঞপ্তি
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৫০)’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-২
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বিগত ২০২১ সালে ডিএমপির লালবাগ থানায় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ (৫০) এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। যাহা ডিএমপির লালবাগ থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৭/২০২১ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)।
পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামীর বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত, ঢাকা, আসামীকে উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৫০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর বিশেষ আভিযানিক দল গতকাল ০৩/০৮/২০২৩উং তারিখ বিকেল বেলা মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৫০), পিতা-মৃত আকবর ঢালী, থানা- টঙ্গিবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। আসামীকে গ্রেফতার পূর্বক প্রাথমিকভাবে জানা যায় সে উক্ত মামলা ব্যতীত রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ০৫ টি মাদক মামলা রয়েছে যেগুলো বর্তমানে বিচারাধীন আছে।
আরও জানায় যে, উক্ত মামলায় ০১ মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা প্রদান থেকে বিরত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন পেশা অবলম্বন করে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতো এবং সর্বশেষ পরিচয় লুকিয়ে সিএনজি চালাতো। র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। শিহাব করিম ,সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মোবাঃ ০১৭৭৭-৭১০২০৩