মোঃ নুরনবী ইসলাম, খানসামা ( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউপির দক্ষিণ বালাপাড়া গ্রামে আবাদি কৃষি জমি সেচ দেওয়ার ড্রেন বন্ধের অভিযোগ উঠেছে। এতে ঐ এলাকার প্রায় ১০ একর জমিতে সেচ না দেওয়ায় হুমকিতে পড়েছে ধান চাষ।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ বালাপাড়া গ্রামের মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে ঐ এলাকায় তার ও এলাকাবাসীর জমিতে মোটারের মাধ্যমে সেচ দিয়ে আসছিল। কিন্তু একই এলাকার লোকমান তার বাড়ির পার্শ্বে দিয়ে চলমান ড্রেনটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সেচ প্রদানে বাধাগ্রস্ত হয়ে পড়ে। হুমকিতে পড়ে প্রায় ১০ একর জমিতে ধান চাষ ও ভুট্টা চাষ। এমনকি সেচের অভাবে অনেক জমি খালি পরে রয়েছে।
ভুক্তভোগী মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরেই মোটারের মাধ্যমে জমিতে সেচ দিয়ে আমার ও এলাকার প্রায় ১০ একর জমিতে ধান চাষ করে আসছি। কিন্তু হঠাৎ করে ড্রেন বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পরি। ইউএনও, কৃষি কর্মকর্তা, বি.এম.ডি. এ ও খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেও কোন সুরাহা না হওয়ায় কৃষি মন্ত্রীর সুনজর কামনা করেন তিনি।
অভিযুক্ত লোকমান বলেন, আমি বাড়ি করার জন্য মাটি ভরাট করেছি। এছাড়াও আমার ছোট সন্তান রয়েছে। ড্রেনের পানিতে পড়ে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগকারীকে ঐ দিক দিয়ে ৬০ ফিট পাইপ দেওয়ার জন্য বলা হয়েছে।