নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ৭১ টিভির দূর্গাপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রিফাত হাসানকে ডেকেনিয়ে প্রাণনাশের হুমকি ও অকত্য ভাষায় গালি দেওয়ার ঘটনার প্রতিবাদে দূর্গাপুরের পৌর মেয়র আলা উদ্দিন আলাল এর বিরুদ্ধে মানবব্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ শনিবার (১২ মার্চ) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ নেত্রকোণার আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপি এ মানবব্ধন কমসূচী পালিত হয়।
এ সময় মানবব্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দ পাল, সাংবাদিক শেখ খলিলুর রহমান (ইকবাল),সাংবাদিক ভজন দাসসহ আরো অনেকেই।
মানবব্ধনে বক্তারা পৌর মেয়র আলা উদ্দিন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।