শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্প সদস্যদের বিশেষ অভিযানে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলার আসামী ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ই মার্চ) বিকেল সাড়ে ৪ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় আসামীকে আটক করা হয়। আটককৃত আসামী হল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে রজত ধর (৫০)।
র্যাবের সূত্র থেকে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধি মেয়ে (২৫) কে অভাবের কারণে আসামী রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়।
এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় গত ৫ই মার্চ নারী ও শিশু(সংশোধনী/০৩)-এর ৯(১) দায়ের হলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শ্রীমঙ্গল র্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে শমসের নগরের ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করিয়াছে মর্মে স্বীকার করে।