স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ঐতিহ্যবাহী যশোর জেলা শিক্ষা, সাংস্কৃতিক দিক দিয়ে বরাবরই দেশের অন্যান্য যেকোন জেলার থেকে অগ্রসর।দেশের সাংস্কৃতিক অঙ্গনে যশোর জেলার অবদান অনস্বীকার্য। সাংস্কৃতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার জন্য ভিত্তি প্রয়োজন। আর এই ভিত্তি তৈরির জন্য যে কয়েকটি সুপ্রাচীন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র তার মধ্যে অন্যতম সুরধুনী সংগীত একাডেমী, যশোর।

গতমাসে স্বল্প সময়ের মধ্যে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল তিন নক্ষত্র কোকিলকন্ঠী লতা মোঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুরকার গীতিকার ও শিল্পী বাপ্পী লাহিড়ীর পতন ঘটে। তাঁদের সৃষ্ট অনাবদ্ধ শিল্প কর্মের জন্য অতীতেও যেমন মানুষের হৃদয় জয় করেছিলেন তেমনি ভবিষ্যতেও দুই বাংলাসহ উপমহাদেশের অগণিত ভক্তের হৃদয়ের অবস্থান করবেন অনাদিকাল। প্রস্থান মানে চিরবিদায় নয়। আর তাই তাঁদের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে সুরধুনী সঙ্গীত নিকেতন যশোর ঐতিহ্যবাহী টাউন হল মাঠে আজ ( শুক্রবার) বিকাল পাঁচটায় “ সুরের ত্রিবেণী” নামে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারুনার রশিদ। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক স্রোতা।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপমহাদেশের এই তিন গুণী সঙ্গীত শিল্পী ভারতীয় সংগীতকে বিশেষ করে বাংলা গানকে এক অনন্য মাত্রা দিয়ে ছিলেন। তাদের প্রতি সম্মান জানিয়ে সুরধুনী নিজেদেরকে সম্মানিত করলো।
অনুষ্ঠানে ২৫টি গান ২ টি নৃত্য ও গিটারে গানের সুর বাজানো হয় ২টি।