আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ২০২১ সনের দাখিল ও আলিম পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২২ সনের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয় । বৃহষ্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় মাদরাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাবেক অধ্যক্ষ ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম উপাধ্যক্ষ ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা ভোলা।
এছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ফয়জুল্লাহ, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান ফকিহ আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ। ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ ইয়াকুব আলী, মাওলানা মোঃ সিরাজুল আমীন, বাংলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস ,সহকারী শিক্ষক (আরবি) মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ, সকারী শিক্ষক (ইংরেজি) মোঃ আমিনুল ইসলাম, গেস্ট শিক্ষক (আরবি) মাওলানা মোঃ ছাবেত।

অনুষ্ঠানে ২০২১সনে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার থেকে দাখিল ও আলিম পরীক্ষায় (A+) প্রাপ্ত ছাত্র ছাত্রীদের কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এবং ২০২১ সনের মাদরাসার আভ্যন্তরিন পরীক্ষায় প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণি পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের কে মাদরাসার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ২০২২ সালের আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়।
এ সময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।