ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সিপিবির এক মানববন্ধনে বক্তারা বলেছেন, করোনার সময় ১ কোটি ৬০ লাখ জনগণ কর্ম হারিয়েছেন। নতুন করে ৩ কোটি মানুষ দরিদ্র সীমার নীচে জীবন যাপন করছে। অপরদিকে করোনাকালীন সময়ে প্রায় ২০ হাজার মানুষ কোটিপতি হয়েছে।
দাম কমাও, জান বাঁচা” শ্লোগানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে ও বিকেলে জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এই সময় বক্তারা আরো বলেন, সরকারকে ক্ষমতাচ্যুৎ করতে না পারলে সিন্ডিকেটের দাম বৃদ্ধির রাজনীতি বন্ধ করা যাবে না। বক্তারা এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, জেলা কমিটির সদস্য কমরেড অসিত রঞ্জন পাল, কমরেড অ্যাডভোকেট অসীম কুমার বর্ধন, উদীচীর সহ-সভাপতি শাহজাহান সোহেল, শ্রমিক নেতা আল মামুন, মোঃ সাহেদ মিয়া ও কাজী আনিছুর রহমান প্রমুখ।