প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকা হতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সামাউল হোসেন @ সামা (৩৫), পিতা-মোঃ শমসের মন্ডল @ টগর @ টগরা, সাং-যাদবপুর পশ্চিম পাড়া, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় ০১টি হত্যা মামলা রয়েছে, যার মামলা নং-১৪, তারিখ-১৬/০৫/২০২০ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-১৫১/২০, রিসিভ নং-৪৫০/২২। ২। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ মোবাইল- ০১৭৭৭৭১১১১১