ভান্ডারিয়া প্রতিনিধি:
ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যুদ্ধকালীন স্মৃতিচারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, আ. বারেক সিকদার, মো. জবলুর রশিদ মৃধা, মো. হারুন অর রশিদ, সতীষ চন্দ্র মালী প্রমুখ।