প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ০২টি পৃথক সাজা ওয়ারেন্টের পলাতক আসামী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ০২টি পৃথক সাজা ওয়ারেন্টের পলাতক আসামী ওমায়ের আহম্মেদ সুমন (২৯), পিতা-আবু ইউসুফ ভূইয়া, প্রোপাইটর স্বপ্ন ছোয়া ইলেকট্রনিক্স শোরুম, প্রভাকরদী, সাং-আতাদী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
বর্ণিত আসামী একজন প্রতারক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৯ সাল থেকেই পলাতক অবস্থায় ছিল। বর্ণিত আসামীর নামে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৃথক ০২টি এনআই এক্টের মামলা রয়েছে, একটিতে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ ৯১ হাজার টাকা এবং অপরটিতে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ মোবাইল- ০১৭৭৭৭১১১১১