ভোলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল,তৈল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার (৯ এ মার্চ) বেলা ১১ টায় শহরের মাহাজনপট্রির জেলা বিএনপির কার্যালয়য়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা মধ্যে রাখার দাবী জানান। বক্তারা আরো বলেন অযোগ্য দায়িত্বহীন ব্যক্তিদের মন্ত্রীত্বে রাখার কারনেই আজ দেশের দ্রব্যমূল্যর দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই দ্রব্যমূল্যর দাম কমাতে না পারলে পদত্যাগ করার ও দাবী তুলেন বিএনপির নেতারা।
জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলগীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল-আমিন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোপান, সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবর আকনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।