মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমাম। তিনি জেলার বৃহত্তর থানা আমতলীতে যোগদান করেই মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক দায়িত্বশীল বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করেন বরগুনা পুলিশ সুপারের কার্যালয়।
বিগত ৬ মার্চ বরগুনা পুলিশ লাইনে সকাল ৯টায় ঘটিকায় মাসিক কল্যান সভা শেষে পুলিশ অফিসে কনফারেন্স রুম ফেব্রুয়ারী মাসের মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে পুরস্কৃত করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক। এ সময় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একএম মিজানুর রহমান বলেন, তবে এ সফলতা আমি গর্ভিত তবে এই সফলতা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। তিনি আমতলী থানার সকল অফিসার-ফোর্সকে আন্তরিকভাবে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করছি।