মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর সমান অংশীদার এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও আন্তর্জাতিক নারী দিবস দিন ব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ ও শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই স্লোগান কে সামনে রেখে মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১টায় শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২( সদর ও কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, এনএসআই যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আনসার কমান্ডেন্ট মির্জা সিফাত ই খোদা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ এ্যাড: কাজী সেলিনা পারভিন পান্না, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, আমাদের সমাজের পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। যোগ্যতার ভিত্তিতে নারীরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়ে নিরলস কাজ করে দেশ গঠনে অবদান রাখছেন।
জেলা ও উপজেলাতে বিভিন্ন দপ্তরের বা এনজিও মাধ্যমে আত্নকর্মসংস্থান করে দেশের উন্নয়নের অগ্রগতি জন্য প্রতি নিয়ত জীবন যুদ্ধ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দিক নিদর্শনে সারা বাংলাদেশে নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য মহিলা অধিদপ্তরের মাধ্যমে ও মহিলা সংস্থা ও যুব উন্নয়ন প্রশিক্ষণের ফলে তারা তাদের সফলতা, অর্জন এবং নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।।