সজীব হাসান, ( নওগাঁ) সংবাদদাতা :
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মহিলা এমপি শাহিন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদসহ প্রমুখ। এছাড়াও সকাল ১০ টায় ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা প্রকল্পের উদ্যোগে সার্কিট হাউজের সামনের সড়কে সমাবেশ, মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিন, ব্রাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রীসহ প্রমুখ বক্তব্য রাখেন।