ইকবাল হাসান নেত্রকোণা প্রতিনিধি
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই স্লোগানে নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালী, পথনাটক ও আলোচনা সভা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাজনীন সুলতানাসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠনের নারীরা।
এছাড়া বিভিন্ন নারী সংগঠন কয়েকটি স্থানে পথনাটক ও সংগীত পরিবেশন করেন ।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।