ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পিংরী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন রাজাপুর উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হোসেন তিনি জানান, এ নির্বাচনে দুই প্যানেলে মহিলা ২জন পুরুষ ৮জন ও সতন্ত্র পদে পুরুষ ১জন মোট ১১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
পিংরী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে মোট ভোটার সংখ্যা ১৬৯জন। ভোট গ্রহণ সকাল ১০টায় শুরু হয়েছে চলবে বিকাল ৪টায় পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত ৫০জন ভোটার সুষ্ঠ পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট দিছেন। ভোট কেন্দ্রে পরিবেশ সুষ্ঠ রাখার জন্য প্রশাসন মোতায়েন করা হয়েছে।