কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় ঐতিহাসিক ৭মার্চ ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
৭ মার্চ সোমবার সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও সকাল ১১টায় এক আলোচনা সভা উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাংসু শেখর অধিকারী, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্তি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার, শিক্ষা কর্মকর্তা মোসা: শামসুনাহার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃআনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সেখ হাসিবুর রহমান, এজিএম পল্লীবিদ্যুৎ মোঃ নাজমুল হাসান, বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, যুগ্ম আহবায়ক যুবলীগ দিদার সুজন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক। সবশেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ঐতিহাসিক ৭মার্চ ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন।