প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে ৩৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে।
এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৬/০৩/২০২২ তারিখ ১৭০০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ফখরুল ইসলাম (৩৩), সাং-গাছগড়িয়া, থানা-নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা এবং ২। মোঃ সিরাজুল ইসলাম (২৭), সাং-পারকুলা আনন্দ বাজার, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ৩৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে আশুলিয়া থানা এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে বলে জানায়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ খায়রুল কবীর
সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক