স্টাফ রিপোর্টারঃ-
নব ঘোষিত সিলেট ৩১ নং ওয়াড বাসিকে অন্তরের অনিশেষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সালাম, আদাব জানিয়েছেন তরুন মেধাবী জনদরদী মোঃ নাজমুল হোসেন ভাই। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিমনা এবং জনদরধী লোক।
তিনি সকলের কাছে দোয়া, আশির্বাদ প্রার্থী স্বপ্নের আধুনিক সিলেট সিটি গড়ে তোলার স্বপ্ন দীর্ঘ দিন থেকে মনে পোষেন৷ তিনি সকলের সুবিধা স্বার্থ এবং দূর্ণীতি মুক্ত সিলেট গড়তে ঐক্যবদ্ধ, ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কাজে পরোক্ষ এবং প্রতক্ষভাবে জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উনার হাত ধরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজো চলছে ৩১ নং ওয়াডের।
স্বপ্নের বাংলাদেশ তথা উন্নয়নের অংশীদারিত্বে নাজমুল হোসেন ভাইকে ৩১ নং ওয়াড বাসির সেবা করার সুযোগ দিন।
আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে শত ব্যাস্ততার মধ্যে ও জনাব মোঃ নাজমুল হোসেন ভাই জানান যে জনসেবা একটা মহৎ গুণ আমি আমার নব ঘোষিত ৩১ নং ওয়াড সিটি কর্পোরেশন কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি| চাই সবাই শান্তি সমৃদ্ধিতে ঙ্গানে চিন্তায় দৃঢ় ভাবে এগিয়ে যাক। আমার পিতা মৃত হাজী আব্দুল করিম সাবেক মেম্বার যাকে আপনারা অন্তর উজাড় করে ভালবাসেন, যার স্বপ্ন ছিলো জন মানুষের শান্তি ও কল্যানে আমি উনার কালের খেয়া হয়ে আপনাদের জন্য কিছু করে যেতে চাই৷ সাংগঠনিক ভাবে সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই আশা করছি আমার সামনে চলার পথে সবাইকে পাশে পাবো এবং এই ভাবে সবাইকে নিয়ে শান্তি সমৃদ্ধির সুপানের দিখে এগিয়ে যাবো সবিশেষে আমার অন্তরের অন্তস্তল থেকে সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়াডবাসিকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সবাইকে নিয়ে পথচলা কামনার্তী আমাকে ৩১ নং ওয়াড বাসির সেবা করার সুযোগ দান করে কৃতজ্ঞ করবেন। সবাই ভালো থাকবেন আমার সালাম ও আদাব নিবেন ধন্যবাদ।