মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৪নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার।
বক্তব্য রাখেন গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক শামীম মন্ডল ও সদস্য জহিরুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মকবুল হোসেন- সাবেক সভাপতি, গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, আবুল কালাম আজাদ- সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মুকুল খন্দকার ও গোবিন্দাসী বাজারের সদস্যবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম জুয়েল- সাবেক সাধারণ সম্পাদক, গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, পূর্বে ১২ বছর আমি এই বাজারের প্রতিনিধিত্ব করেছি। আমার সময় বাজারে কোন প্রকার দুর্নীতি হয় নাই। মূলত সেখান থেকে রাজনীতির অধ্যায় শুরু করি। তিনি আরো বলেন, গোবিন্দাসী বাজারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সফল ভূমিকা পালন করবো।
উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।